ওরে নাচ নাচ নাচ দিওয়ানি হেলে দুলে নাচ
- শিল্পীঃ মোহাম্মদ আলী সিদ্দিকী
- অ্যালবামঃ কি যে করি
- সুরকারঃ আলম খান
- গীতিকারঃ মুকুল চৌধুরী
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ওরে নাচ নাচ নাচ দিওয়ানি হেলে দুলে নাচ
ঐ রুমঝুম রুমঝুমাঝুম তালে তালে নাচ
এই দুনিয়ার জলসা ঘরে আজ আছি কাল নাইরে
নটিনী আমাকে দিওয়ানা করে দে
দে রে দে দিওয়ানি আমাকে মাস্তানা করে দে।।
যৌবনটা মোহ ছাড়া আর তো কিছু না
সুন্দরী তুই ঐ রূপেরই বড়াই করিস না।
হারে রে রে দুদিন পরে ঐ রূপ তোর ধুলায় মিশে যাবে
রূপসী আমাকে দিওয়ানা করে দে
দে রে দে দিওয়ানি আমাকে মাস্তানা করে দে।।
মন থাকতে যে জন তার মর্ম বোঝে না
প্রেম পীড়িতি সেই জন তো কভু পাবে না।
হে হে হে তালে গোলে গোলমালে জীবন কেটে যাবে
রূপসী আমাকে দিওয়ানা করে দে
দে রে দে দিওয়ানি আমাকে মাস্তানা করে দে।।