আমি এক নীড়হারা ঝড়ের পাখি
- শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
- অ্যালবামঃ ঝড়ের পাখি
- সুরকারঃ খান আতাউর রহমান
- গীতিকারঃ খান আতাউর রহমান
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ঝড়ের পাখি আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি
আমি এক নীড়হারা ঝড়ের পাখি
আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি
ঝড় যদি বলে দিত কি যে আছে কি যে হবে
এ পথের শেষ প্রান্তে।
জীবনের দ্বিধাটুকু মিটিয়ে দিতেম
আমি সাগরের অতলান্তে
ঝড় শুধু হাসে তার খেয়ালের হাসি।
জীবনের প্রেম তাই ***
আমি এক নীড়হারা ঝড়ের পাখি
তোমরা নীড়ের পাখি নীড়হারা জীবনের
ব্যাথাটুকু যদি জানতে।
অচেনা আমার নামে হৃদয়ের অঞ্জলি
দুটি হাত ভরে আনতে
মান কি বা নাই মান তোমাদের খুশি।
আমার কথাটি আমি বলেছি
আমি এক নীড়হারা ঝড়ের পাখি
আজানার পানে ছুটে চলেছি
এ পথের শেষ হবে কবে জানি না
পথ হারা পথ বেয়ে চলেছি।