চোখের নজর কম হলে আর
- শিল্পীঃ শ্যামল মিত্র
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ সুধীন দাস গুপ্ত
- গীতিকারঃ সুধীন দাস গুপ্ত
- বছরঃ ১৯৫৮
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
চোখের নজর কম হলে আর
কাজল দিয়ে কি হবে।
রূপ যদি না থাকে সখী
গরব কেন তবে।।
মন যদি না মানিক হলো।
কন্ঠে দিয়ে মনিহার
চোখ ভোলানো যায় গো শুধু
মন ভোলানো যায় আর
নকল সোনা হৃদয়েতে
আগুন দিলে কি রবে।
কাজল দিয়ে কি হবে।।
নদীতে ভুব দিয়ে সখী মুক্ত যদি পেতে চাও।
সারা জীবন ডুবতে হবে
মিনবে না সে মুক্তো তাও
মানিক যদি না রে মন।
মনের মানুষ আসবে না
রূপের ছটায় যে জন ভোলে
সে জন ভাল বাসবে না
গুন যদি না থাকে সখী
ফুরাবে রূপ হায় যবে।
কাজল দিয়ে কি হবে।।