ওগো নদী, আপন বেগে পাগল-পারা
- শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
ওগো নদী, আপন বেগে
পাগল-পারা,
আমি স্তব্দ চাঁপার তরু
গন্ধভরে তন্দ্রাহারা।।
আমি সদা অচল থাকি,
গভীর চলা গোপন রাখি,
আমার চলা নবীন পাতায়,
আমার চলা ফুলের ধারা।।
ওগো নদী, চলার বেগে
পাগল-পারা,
পথে পথে বাহির হয়ে
আপন-হারা-
আমার চলা যায় না বলা-
আমার পানে প্রাণের চলা-
আকাশ বোঝে আনন্দ তার,
বোঝে নিশার নীরব তারা।।