বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে
- শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে।
পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে।।
লুঠ-করা ধন ক’রে জড়ো কে হতে চাস সবার বড়ো
এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে।।
নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?
লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে
ধুলার ‘পরে স্বর্গ তোমায় গড়তে হবে
বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে।।