পরিচয়
- শিল্পীঃ শিরোনামহীন
- অ্যালবামঃ বন্ধ জানালা
- সুরকারঃ তুহিন
- গীতিকারঃ তুহিন
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ব্যান্ড
- যোগ করেছেনঃ মাইক্রো ল্যাব
- যোগ হয়েছেঃ
দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি আর রয় ?
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ……
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়।