এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
- শিল্পীঃ মোহাম্মদ আলী সিদ্দিকী
- অ্যালবামঃ মানুষের মন
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
- বছরঃ ১৯৭২
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারাবেলা, ফেরিওয়ালা।
আয়না আছে চিরুনী আছে নেবে যদি এসো কাছে।
আয়না আছে চিরুনী আছেআছে কাঁচের চুড়ি
স্লো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি
আরো আছে চুলের ফিতা রঙ্গিন মতির মালা, ফেরিওয়ালা।।
চার চাকাতে ভাগ্য বেধে বুঝে নিলাম ভাই
সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই।
ভাই বন্ধু সবাই শোন মিছে এতো ভাবছ কেন
ভাই বন্ধু সবাই শোন শোন খোকা খুকি
সস্তা দামে কিনবে যদি এসো গরীব দুখী
সবার মখে হাসি দেখে ভুলবো মনের জ্বালা,ফেরিওয়ালা।।