এই যে আকাশ এই যে বাতাস
- শিল্পীঃ আব্দুল আলীম ও কাজী আনোয়ার হোসেন
- অ্যালবামঃ সুতরাং
- সুরকারঃ সত্য সাহা
- গীতিকারঃ সৈয়দ শামসুল হক
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
এই যে আকাশ এই যে বাতাস
বউ কথা কও সুরে যেন ভেসে যায়
বেলা বয়ে যায় মধুমতি গায়
ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়।।
অচিন গাও আর সবুজ বনে
নূপুর বাজায় আপন মনে।
চেনা লাগেরে তারে ভাল লাগেরে সে যে
নূপুর বাজায় বলে আয় ফিরে আয়, আয়…।।
বন্ধুরে…..
তোমার লাগি হইলাম দেশান্তর।
আমি পরকে করলাম
আপন আমার আপন হইলো পর।
বন্ধুরে…..
হ..র…র…র…
লাগলো চাকায় চলার নেশা
পাই না খুজে পথের দিশা.
দূরে চলে রে সে যে
দূরে চলে রে ও রে
ভালবাসায় সে যে কাঁদায় হাঁসায়
হ..র…র…র….।।
একি জ্বালা দিলা রে।।