ইচ্ছে ঘুড়ি
- শিল্পীঃ তপু
- অ্যালবামঃ বন্ধু ভাবো কি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ Tareq Hasan
- যোগ হয়েছেঃ
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়
অল্প কিছু কথা আর একটু ভালবাসা
দুঃখ পেলেও মনে নতুন এক আশা
এর মাঝেই জয় পরাজয় এর মাঝেই পাওয়া
কেটে যায় সময় এর মাঝেই আমরা
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
আঁধার রাতে আমরা জোনাকি
আলোকিত পৃথিবীর চাঁদ হয়েছি সাথী
অচেনা পথে শত বাধা পেরিয়ে
এগিয়ে যেতে ইচ্ছে করে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
তুমি অনন্যা অসমাপ্ত এক ছবি
গড়ব তোমায় নতুন করে তুমি পৃথিঁবী
নতুনের ভিড়ে পুরোনোকে আপন করে
দেখব তোমায় অন্য এক ভোরে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়