যেখানেই যাও ভালো থেকো
- শিল্পীঃ আব্দুল মান্নান রানা
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
যেখানেই যাও ভালো থেকো
সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।।
আমি আছি যতদিন বেঁচে আছি
রবো কাছাকাছি
শুধু এতটুকু মনে রেখ।।
ভালোবাসি কি যে ভালোবাসি
কত ভালোবাসি
শুধু সেইটুকু জেনে রেখো।।