আমার প্রেমের তরী বইয়া চলে
- শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ আলম খান
- গীতিকারঃ মুকুল চৌধুরী
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ পপ সঙ্গীত
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
আমার প্রেমের তরী বইয়া চলে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো………।
আমার মন মানষী বইসা আছে প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো………।
বাঁশরীয়া ছাড়া বাঁশি সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরীয়া।
ও হো হো হো………।।
ঐ না আকাশ কোলে যেমন মেঘ উইড়া যায়
তেমনি তোমার মন পিঞ্জরায় দোলাইও আমায়
ও হো হো হো………।।