মুখ দেখে ভুল করো না
- শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
- অ্যালবামঃ সাধু শয়তান
- সুরকারঃ রাজা হোসেন খান ও সুজয় শ্যাম
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
মুখ দেখে ভুল করো না
মুখটা তো নয় মনের আয়না
মানুষের ভেতরে খবর তো কেউ পায় না
সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ার চলেছে লড়াই।
কে সাধু কে শয়তান কিছু বলা যা না
দেখে শোনে তাই করো না যাচাই।।
দামী পোশাক পরা নামী মানুষ
কখনও কেউ তাদের দেয় না যে দোষ।
এমনি সুযোগে পেয়ে ভুড়ি ভুড়ি
দিন দুপুরেই করে পুকুর চুরি
আরো অনেক কথা বলতে চাই বলা যায় না।।
মিথ্যায় ঢেকে এমন সত্যিকারে
পৃথিবী ক’দিন আর চলতে পারে।
একদিন মুখোশ জানি যাবে খুলে
জবাব দিতে হবে সুদে মূলে
যতই অপরাধ ঢাকতে পাও ঢাকা যায় না।।