আগুন জ্বলেরে নিভানের মানুষ নাই
- শিল্পীঃ নিলুফার ইয়াসমিন
- অ্যালবামঃ সুজন সখী
- সুরকারঃ খান আতাউর রহমান
- গীতিকারঃ খান আতাউর রহমান
- বছরঃ ১৯৭৫
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
আগুন জ্বলেরে নিভানের মানুষ নাই
কাইজ্যার বেলা আছে মানুষ
মিলের বেলা নাই মনের আগুন জ্বলে রে।।
জ্বালাইলে যে জ্বলে আগুন নিভানো যে দায়
ভাঙ্গা চূড়া সহজ কথা গড়া বড় দায়।
সারা জনম দুঃখ সইয়া বান্ধিলাম যে ঘর
কী জানি কী দোষে সে ঘর পুইড়া হইলো ছাই
মনের আগুন জ্বলে রে
নিজেরে পোড়াইয়া পিদিম আন্ধার ঘুচায়
কাঁটার ব্যাথা দুখেরে ফুল সুগন্ধ বিলায়।
দুখের পাহাড় বুকে লইয়া হাসি মুখে রয়
এমন সোনার মানুষ হায়রে কোথায় খুইজা পাই
মনের আগুন জ্বলে রে।।