ও গো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও
- শিল্পীঃ মিতালী মুখার্জী
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ও গো সাগর……….
ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও
ঢেউ যেমন তীর ছুয়ে ছুয়ে যায়
তার মনটাকে তেমনই কাঁপাও।।
ঝিনুক যেমন বুকে মুক্তো ধরে রাখে
তেমনি করেই রেখেছিল
কথার মালা গেথেছিল।
সেই কথাগুলো তার মনে করে দাও।।
আকাশ যেমন বুকে তাঁরার দেয়াল ধরে
তেমনই করেই ধরেছিল
প্রেমের সুরভি মেখেছিল।
সেই ছবিগুলো তার বুকে এঁকে দাও।।