সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি
- শিল্পীঃ ফিরোজ সাঁই
- অ্যালবামঃ এক সেকেন্ডর নাই ভরসা
- সুরকারঃ ফিরোজ সাঁই
- গীতিকারঃ ফিরোজ সাঁই
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ পপ সঙ্গীত
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি।
সুখ আমি চাই নি শুধু চেয়েছিলাম তোমায় আমি।
পাব কী পাব না খুজে তোমায়
হারিয়ে গেছি তুমি কোথায়।
সব দিয়েছি উজার করে
এখন তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়।।
ভাবিনি আগে এমন হবে
চলে গেছ তুমি অনেক দূরে।
সব দিয়েছি তোমায় আমি
এখন তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়।।