তুমি এমনই জাল পেতেছো সংসারে
- শিল্পীঃ সুবীর নন্দী
- অ্যালবামঃ শুভদা
- সুরকারঃ খন্দকার নুরুল আলম
- গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
- বছরঃ ১৯৮৬
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
তুমি এমনই জাল পেতেছো সংসারে
কার বা এমন সাধ্য আছে
এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে।।
আমার মনের মাঝে বসে যে প্রেম
নিত্য বাজায় বাঁশী।
জগৎ জুড়ে তারই খোঁজে
হলাম পরবাসী।
বন্ধ চোখে রূপ দেখি যার
দু’চোখে মেলে পাই না খুঁজে তারে।।
আমার সুখের ঘরে দিয়ে তালা
সুখ পিয়াসে মরি।
নিজের সাথে খেলি নিজেই
নিঠুর লুকোচুরি।
পূর্ণ চাঁদে দৃষ্টি দিলে
গ্রহণ যেন লাগে বারে বারে।।