অঞ্জলি লহ মোর
- শিল্পীঃ ফেরদৌস আরা
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ কাজী নজরুল ইসলাম
- গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ নজরুল গীতি
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
অঞ্জলি লহ মোর সংগীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে!
সঙ্গীতে সঙ্গীতে।।
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে।
সঙ্গীতে সঙ্গীতে।।
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল।
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার পদতলে রঞ্জিতে।
সঙ্গীতে সঙ্গীতে।।