দূর দ্বীপবাসিনী
- শিল্পীঃ সামিনা চৌধুরী
- অ্যালবামঃ দারুচিনি দ্বীপ
- সুরকারঃ এস আই টুটুল
- গীতিকারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
- বছরঃ ২০০৭
- বিভাগঃ নজরুল গীতি
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি।।
প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি।।
বাজাও কি বুণো সুর পাহাড়ী বাশীতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে।।
তব কবরী মূলে, নব এলাচীরো ফুল
দুলে কুসুম বিলাসিনী।।