দু’চোখে ঘুম আসে না
- শিল্পীঃ বেবী নাজনীন
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ মান্নান মোহাম্মদ
- গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
দু’চোখে ঘুম আসে না
তোমাকে দেখার পড়ে
কেন জানি মনে হয়
ভালবেসে এ হৃদয়
জোছনা ছড়ালো বুঝি আমার ঘরে
দু’চোখে……
জানালার গ্রীল ধরে
চেয়ে থাকি আঁধারে
কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে
তোমাকে কাছে পেয়ে দেখবো এ মন ভরে
মিলবো দু’জনে অভিসারে
দু’চোখে………
নীলিমার নীল শুধু
মিশে আছে সাগরে
তোমার প্রেমের ছায়া এ মনের গভীরে
আমার সুখের নীড়ে স্বপ্ন তোমায় ঘিরে
রাখবো জীবনে আমার করে
দু’চোখে ……