চিঠি দিও প্রতিদিন
- শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
- অ্যালবামঃ অনুরোধ
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ ১৯৭৮
- বিভাগঃ ছায়াছবি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
নইলে থাকতে পারবো না।।
চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে।
কোথায় থাকো কেমন থাকো
একে একে সবই লিখো
সেই তো হবে মোর সান্তনা
নইলে থাকতে পারবো না।।
যে কটা দিন চোখের আড়াল রবো
শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাবো।
আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি
বন্ধু তুমি মোর সাধনা
নইলে থাকতে পারবো না।।