আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
- শিল্পীঃ সাগর সেন
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি কলঙ্কভাগী।।
তোমার পথের কাঁটা করব চয়ন
যেথয় তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী।।
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি।।