আজি শুভদিনে পিতার ভবনে
- শিল্পীঃ সাগর সেন
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
আজি শুভদিনে পিতার ভবনে
অমৃত সদনে চলো যাই
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে
আনন্দের নিকেতনে।
চলো চলো, চলো যাই।।
মহোৎসবে ত্রিভুবন মাতিল
কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান
গাহো সবে একতান–
বলো সবে জয়-জয়।।