এসো ওয়াদা করি তুমি আমি দুজনে—
এসো ওয়াদা করি,তুমি আমি দুজনে,
ভালোবাসা যেগে রবে দুটি জীবনে।
নয়নে তোমার ছবি মনে বাসনা,
প্রেমও লতা হয়ে ঝড়িয়ে রবো দুজনা।
এসো ওয়াদা করি তুমি আমি দুজনে ঐ
আকাশে তারা যতো দিন থাকবে,
ততো দিন আমায় মনে রাখবে।
দুচোখে তারা হয়ে তুমি জ্বলবে,
পৃথিবী টা যতদিন থাকবে।
বন্দু তুমি,সাথী তুমি-
যনমে যনমে বাধা রবো দুজনে।
এসো ওয়াদা করি তুমি আমি দুজনে ঐ
জীবনে মরণ আসে সৃতি জেগে রয়,
ইতিহাস হয়ে প্রেম কথা কয়।
ফুল ফুটে ঝরে যায় আবার হাঁসে,
চিরো দিন তুমি রবে পাশে।
তুমি আমার, আমি তোমার,
জীবনে মরনে সাথী রবো দুজনে।
এসো ওয়াদা করি তুমি আমি দুজনে,
ভালোবাসা যেগে রবে দুটি জীবনে।
এসো ওয়াদা করি তুমি আমি দুজনে।।