এই দিন সৃতি হয়ে থাক।
এই দিন সৃতি হয়ে থাক, যুগ যুগ ধরে ভুবনে,
প্রেমের ই আলো জ্বেলে যাবো জীবন মরনে।
এই দিন সৃতি হয়ে থাক।
ওয়াদা করে ছিলে চিরো দিন রবে ভালোবেসে,
আজ খুসির এই দিনে তুমি নেই কেন মোর পাশে।
নতুন সাথী পেয়ে ভুলেছো আমায়।
এই দিন সৃতি হয়ে থাক—– ঐ
সুখের সাথী না হই, দুঃখের দিনে কাছে ডেকো,
প্রেম আমার মিছে নয়, এ কথা তুমি যেনে রেখো।
নয়ন জলে রাখবো,আমি যে তোমায়।
এই দিন সৃতি হয়ে থাক, যুগ যুগ ধরে ভুবনে,
প্রেমের ই আলো জ্বেলে যাবো জীবন মরনে।।