চোখের মাঝে চোখ
- শিল্পীঃ ফাহিম ফয়সাল
- অ্যালবামঃ ভালোবাসার শেষ খেয়াল
- সুরকারঃ ফাহিম ফয়সাল
- গীতিকারঃ জেড এইচ শোভন
- বছরঃ ২০১৫
- বিভাগঃ পপ সঙ্গীত
- যোগ করেছেনঃ Music Village
- যোগ হয়েছেঃ
চোখের মাঝে চোখ পড়লেই
সবাই করে ভুল
তোমার চেখে তাকালেই দেখি
মাধবী বকুল
চোখের মাঝে চোখ রেখে
আমি খুঁজে ফিরি মন
তোমাকে ছাড়া শূন্য আমি
বল কি করি এখন? ।।
## কেমন করে বলবো আমি
তোমারি রুপের উপমা
আমার মনের আকাশে
ছড়ালে তুমি পূর্ণিমা (২)
তোমায় নিয়েই ভেবে ভেবে
কেটে যায় সময়
জানিনা তুমি কবে হবে প্রিয়
আমারই আপন… ।।
## আধাঁর রাতে জোনাক হয়ে
দেব তোমায় আমি আলো
হাজার বছর এমনি করে
বেসে যাব তোমায় ভালো (২)
ভেসে ভেসে আমি ভালোবেসে
যাব সারা জনম
তুমি আড়াল হয়ে গেলে
আমারই মরন… ।।
শিল্পীর ফেসবুক ফ্যান পেইজ: https://facebook.com/fahimfaisalofficial
ওয়েবসাইট: http://fahimfaisalofficial.com