জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
- শিল্পীঃ সাগর সেন
- অ্যালবামঃ বিবিধ
- সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ তারক
- যোগ হয়েছেঃ
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ॥
যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠিছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে তোমারি নয়নপাত॥
বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা ভ্রাতা সব পরিবার__ মিত্র আমার, পুত্র আমার,
সকলের সাথে প্রবেশি হৃদয়ে তুমি আছ মোর সাথ।।