মাঝ রাতে ঘুম ভেঙে যায় মনে হয়
- শিল্পীঃ মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়
- গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ বিবিধ
- যোগ করেছেনঃ gaanstrota
- যোগ হয়েছেঃ
মাঝ রাতে ঘুম ভেঙে যায় মনে হয়
জীবনের কত কাজ সারা হয়ে গেল,
আরো কত বাকী রয়ে গেল |
মানুষের জীবনের আদর্শ করনীয় যা
ফলাফল না ভেবেই আজীবন করে গেছি তা,
কি পেলাম কি দিলাম সেই হিসাবটা তবু কেন হয় এলোমেলো |
কালের তরঙ্গে আমি ভাসলাম
আমি কাঁদলাম কেঁদে হাসলাম
যা পেয়েছি সবটুকু দিয়ে গেছি এখানে
কোন ফুল ফল হবে কোন ফুল কাঁটা হবে কে জানে
তবু সুখ ভরে বুক
আমি দেখলাম ভোর হল সন্ধ্যাও এলো |