ঝুনঝুন ময়না নাচো না
- শিল্পীঃ মুকেশ
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ সলিল চৌধুরি
- গীতিকারঃ সলিল চৌধুরি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ Debtanu Gupta
- যোগ হয়েছেঃ
ঝুন ঝুন ময়না নাচো না তাথৈ তাথৈ নাচো না
বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন খাও না
দখিনা গো বহো না শনশন শনশন বহো না
মোর পিয়া ঘরে আজ এসেছে
ও মেঘ বাদল সজল কেন আজ এমনদিন
ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন
ও ঝরনা বহো না ঝিরঝির বহো না রিমঝিম
ও বহো না রিমঝিম
ও ভুলেছি গতদিনের সকল মনো ব্যথা
ও পাগল মন শুনিতে চাহে না কোনও কথা
প্রাণে দিনু কথা আজ ছড়াব যথাতথাও ছড়াব যথাতথা