সেদিনও আকাশে ছিল কত তাঁরা
- শিল্পীঃ কিশোর কুমার
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ কিশোর কুমার
- গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
সেদিনও আকাশে ছিল কত তাঁরা
আজো মনে আছে তোমারি কথা
স্মৃতি নয় এতো ঝরা ফুলে যেন
ভালোবাসা ভরা তোমারি মমতা।।
ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া
এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া (মনে পড়ে)
বসে মুখোমুখি দুজনেই সুখী
মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেই উঁকি
কানে কানে গানে গানে নীল এ মন
আজো তারা জাগে বড় একা লাগে
প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে
বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে
দুটি চোখ বেদনায় জলে আসে ভিজে
জ্বালা দিতে মালা নিতে দিলে মন।।