যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
- শিল্পীঃ সাহস মোস্তাফিজ
- অ্যালবামঃ সাহস রিটার্নস
- সুরকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান
- গীতিকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান
- বছরঃ ২০১৫
- বিভাগঃ পল্লীগীতি
- যোগ করেছেনঃ abid saif
- যোগ হয়েছেঃ
যখন আমি শিশু ছিলাম মায়ের কোলে ছিলো বাড়িঘর
আমি কাঁদলে কেঁপে উঠতো জননীর অন্তর।।
হাসতাম যখন মধুর হাসি
মায়ের হৃদয় উঠতো তখন খুশিতে ভরে
আমার যখন অসুখ হতো
মা জননী জেগে রইতো সারা রাত্রি ধরে
আমার জন্যে মায়ের অন্তর করিতো ধরফর।।
মা জননী স্নেহের সাগর
দুনিয়াতে এত আদর কে করিতে পারে
মা হারা সন্তানে বলে
বুক ভেসে যায় চোখের জলে, জল তো শুকায় না রে
মায়ের মত করে কেউ তো করে না আদর।।