ওগো প্রিয় তব গান
- শিল্পীঃ ফিরোজা বেগম
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ কাজী নজরুল ইসলাম
- গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ নজরুল গীতি
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ওগো প্রিয় তব গান আকাশ গাঙে
জোয়ারে উজান বহিয়া যায়।।
মোর কথা গুলি কাঁদিছে বুকের দুয়ারে
পথ খুঁজে নাহি পায় ।।
ওগো দখিনা বাতাস ফুলের সুরভী বহো
তারি সাথে মোর না বলা বাণী লহো
ওগো মেয়ে তুমি মোর হয়ে গিয়ে কহো
বন্দিনী গিরি ঝরণার পাষান তলে যে কথা কহিতে চাই ।।
ওরে ও সুরমা পদ্মা কর্ণফুলী
তোদের ভাটির স্রোতে নিয়ে যা আমার না বলা কথাগুলি
ধুঁয়ে মোর বুক হতে
ওরে চোখ গেল বউ কথা কও পাখি
তোদের কন্ঠে মোর সুর যাই রাখি
ওরে মাঠের মুরলী কহিও তাহারে ডাকি।
আমার গানের কলির
না ফোঁটা ফুল ঝরে গেল নিরাশায় ।।