প্রতিক্ষা ছিল সারা বিকেল জুড়ে
- শিল্পীঃ শিবাজী চট্টোপাধ্যায়
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
প্রতিক্ষা ছিল সারা বিকেল জুড়ে
দুরু দুরু গুরু গুরু বেজেছিল আমার হৃদয়পুরে
আমি একাই ছিলাম তুমি অনেক দূরে।।
কি যেন শব্দ হতেই ফিরে তাকালাম দেখি
ঝড়ের বাতাস অকাল বদনের একটু আভাস।
আমি পথ হারালাম একা ঘুরে ঘুরে
তুমি তখন অনেক দূরে।।
অকারণে মনে মনে কত ডাকলাম শুধু
নিরব হতাশ বিবর্ণ রঙ্গে যেন প্রাচীন আকাশ।
আমি গান বাধলাম মিছে সুরে সুরে
তুমি তখন অনেক দূরে।।