মা হওয়া কি মুখের কথা
- শিল্পীঃ কমলা ঝারিয়া
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রামপ্রসাদ সেন
- গীতিকারঃ রামপ্রসাদ সেন
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ভক্তিমূলক গান
- যোগ করেছেনঃ Sudhnya Mandol
- যোগ হয়েছেঃ
মা হওয়া কি মুখের কথা(৪)
(শুধু)প্রসব করলে হয়না মাতা(২)
(যদি) না বুঝে সন্তানের ব্যথা(২)
মা হওয়া কি মুখের কথা(২)
দশমাস দশদিন,
যাতনা পেয়েছেন মাতা(২)
এখন ক্ষুধার বেলা শুধালেনা
এল পুত্র গেল কোথা(২)
মা হওয়া কি মুখের কথা(৩)
সন্তানে কু-কর্ম করে,
বলে সারে পিতা-মাতা(২)
দেখ কাল প্রচন্ড করে দন্ড
তাতে তোমার হয়না ব্যথা(মা)(২)
মা হওয়া কি মুখের কথা(৩)
দ্বিজ রামপ্রসাদ বলে মা-(২)
এ চরিত্র শিখলে কোথা
যদি ধর আপন পিতৃধারা
নাম ধরোনা জগন্মাতা(২)
মা হওয়া কি মুখের কথা(২)