ডাকপিয়নের হাজার
- শিল্পীঃ কামাল আহমেদ
- অ্যালবামঃ ডিজিটাল
- সুরকারঃ কামাল আহমেদ
- গীতিকারঃ কামাল আহমেদ
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ব্যান্ড
- যোগ করেছেনঃ Rakhal Chhele
- যোগ হয়েছেঃ
ডাক পিয়নের হাজার চিঠির ভীড়ে
তোমার চিঠি আসবে কি গো
আমার কাছে ফিরে?
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয়ও ঝড়ে
নদী ছুটে চলে এঁকে বেঁকে
কাছে পেতে চায় সমুদ্র কে
চাঁদেরও আছে কলঙ্ক
তবুও আকাশ তারে ডাকে
নদীর আছে সাগর
আকাশের আছে চাঁদ
শুধু তুমি আছ বহুদূরে, বহুদূরে
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয়ও ঝড়ে
আমার সঙ্গীহীন শূন্য ঘরে
জ্বেলেছি মিছে প্রদীপ মালা
আসবে তোমার চিঠি
মেটাবে মনের জ্বালা
চিঠি তো আসে না, জ্বালা’ত মেটে না
বিষণ্ণতা এই হৃদয় জুড়ে
কোথায় আছো তুমি কেমন আছো
নাকি হারিয়ে গেছো প্রলয়ও ঝড়ে