জোছনা বিহার
- শিল্পীঃ দলছুট
- অ্যালবামঃ জোছনা বিহার
- সুরকারঃ বাপ্পা মজুমদার
- গীতিকারঃ সঞ্জীব চৌধুরী
- বছরঃ ২০০৭
- বিভাগঃ ব্যান্ড
- যোগ করেছেনঃ Saurabh Shabdik
- যোগ হয়েছেঃ
রাতকে বলি চোখ বুজে তুই থাক,
যে আসে যায় চমকে সে না যাক
রাতকে বলি রাতে আসে কে,
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ
নেই, একা নিজেই ও …
আয় রাত আয় রাতের মত রাত,
জোছনা ছড়ায় জোছনার মত হাত
সাত-পাঁচ ভেবে কে কবে আসে
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ
নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ
নেই, একা নিজেই ও …
লোকে বলে স্বপ্ন জোছনা বিহার,
জোছনা কণা রাত্রি উজাড়
আমি বলি এ বেলা চন্দ্রবিহার,
স্বপ্নে ছুরি চোখে আঁধার
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ
নেই, একা নিজেই ও