পুব সাগরের পার হতে কোন এল পরবাসী
- শিল্পীঃ দেবব্রত বিশ্বাস
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ Sanjoy Acharjya
- যোগ হয়েছেঃ
পুব সাগরের পার হতে কোন্ এল পরবাসী
শূন্যে বাজায় ঘন ঘন হওয়ায় হাওয়ায় সন সন
সাপ খেলাবার বাঁশি।।
সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে
দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী।।
আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু
ডমরুর হয়েছে ওই শুরু।
তাই শুনে আজ গগনতলে
পলে পলে দলে দলে
অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী।।