মীরাবাঈ
- শিল্পীঃ জেমস (ফিলিংস)
- অ্যালবামঃ ঠিক আছে বন্ধু
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ ১৯৯৯
- বিভাগঃ ব্যান্ড
- যোগ করেছেনঃ Tawsif Khan
- যোগ হয়েছেঃ
মীরাবাই হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না
মন বলে মন বলে মন বলে দেহ ঝোকা না
বাকা ঠটের হাসিতে
হরিণী চোখের ইশারায়
সারা অঙ্গে ঢেউ তুলিয়া
ধামাক ধামাক কোমর দোলাইয়া
মীরাবাঈ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না
মন বলে মন বলে মন বলে দেহ ঝোকা না
বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতম উথাইয়া
ঝানাক ঝানাক ঘুঙ্গুর বাজাইয়া
মীরাবাঈ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা না
মন বলে মন বলে মন বলে দেহ ঝোকা না