হারানো দিন
- শিল্পীঃ মাইলস
- অ্যালবামঃ প্রতাশা
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ কাউসার আহ্মেদ চৌধুরী
- বছরঃ ১৯৯৩
- বিভাগঃ ব্যান্ড
- যোগ করেছেনঃ Tawsif Khan
- যোগ হয়েছেঃ
হারানো চোখ হারানো মন
হারানো গান হারানো সুর
হারানো রাত হারানো ভোর
হারানো প্রেম হারানো স্রিতি
পুরানো মোম্ বাতি শুধু এক দীরঘ শাস
ঝড় হয়ে করে মাতামাতি
যেখানে ছিল জল ছিল নদী
সেখানে জাগে চর জাগে মরুভুমি
যেখানে ছিল ভালবাসা
শেখানে এখন শুধু ঘ্রিনা
জলসা ঘরে নিভে গেছে ঝাড়বাতি
জেখানে ছিল ঘাস মৌমাছি
শেখানে চৌচির হয়ে আছে মাটী
যেখানে ছিল ভালবাসা
শেখানে এখন শুধু ঘ্রিনা
জলসা ঘরে নিভে গেছে ঝাড়বাতি
নিরবাসনে চলে গেছে সব প্রজাপতি