সাধের লাউ
- শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ প্রচলিত
- গীতিকারঃ প্রচলিত
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ পপ সঙ্গীত
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ভালবাসা এই জনমে আমি পাইলাম না
কোথায় আছি কোথায় যাব কিছু জানি না,
ও আমি কিছুই জানি না…
(ভাগ্য যার মন্দ হয় কপাল তার সুখ না সয়
এই জনমে আইজ আমি সুখ তো পাইলাম না
ও আমি সুখ তো পাইলাম না…
তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।
গ্রামে গঞ্জে মাঠে ঘাটে
সকাল দুপুর রাত্রি কাটে
তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।)
লাউ, বানাইলো মোরে বৈরাগী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।
আমি গয়া গেলাম কাশি গো গেলাম
গয়া গেলাম গো
আমি গয়া গেলাম কাশি গো গেলাম
সঙ্গে নাই মোর বৈষ্ণবী
সঙ্গে নাই মোর বৈষ্ণবী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউয়ে এতো মধু করলো গো যাদু
এতো মধু গো
লাউয়ে এতো মধু করলো গো যাদু
লাউ করলাম সঙ্গের সঙ্গী
(হায়রে) লাউ করলাম সঙ্গের সঙ্গী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।
লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।
(তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।
গ্রামে গঞ্জে মাঠে ঘাটে
সকাল দুপুর রাত্রি কাটে
তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।)