ডেকো না আমারে ডেকো না
- শিল্পীঃ দেবব্রত বিশ্বাস
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রবীন্দ্রনাধ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাধ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ মাসুদ
- যোগ হয়েছেঃ
ডেকো না আমারে ডেকো না—ডেকো না
চলে যে এসেছে মনে তারে রেখো না।
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালো বেসেছি।
কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না।
আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে।
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে
অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো না॥