নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
- শিল্পীঃ ফরিদা পারভীন
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ কবি আবু জাফর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
প্রেমের কি স্বাদ আছে বল।।
আঁধার না থাকে যদি কি হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বল।।
বাঁশি ডেকে বলে যমুনাকে
অপবাদ যতই আসুক
রায় কি কখনও ঘরে থাকে
কলঙ্ক না লাগে যদি ভালবেসে লাগে কি ভাল।।
হৃদয়ের যমুনাকে জানি
লাজ-ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি।
ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কূল খুঁজে নিল
প্রেমের কি স্বাদ আছে বল
আঁধার না থাকে যদি কি হবে আলোর
প্রেমের কি স্বাদ আছে বল।।