ভালবাসা মরে গেছে
- শিল্পীঃ এন্ড্রু কিশোর
- অ্যালবামঃ ভুল সবই ভুল
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
ভালবাসা মরে গেছে আঘাতে তোমার
বুক জোড়ে আজ শুধু ঘৃণা
যে আগুন বুকে নিয়ে বেঁচে আছি আমি
তাকে তো বেঁচে থাকা বলে না।।
কত সহজেই তুমি ভেঙে দিয়ে মন
ধ্বংস করে দিলে আমার এ জীবন।
স্বার্থের পিছুটানে হয়ে গেলে পর
খুঁজে নিলে স্বপ্নের ঠিকানা।।
শুধু কাঁদাতেই বুঝি এতো আয়োজন
হয়ত মিটে গেছে যত প্রয়োজন।
কষ্টের মেঘে তুমি ঢেকে দিলে সুখ
কোনদিনও যার শেষ হবে না।।