তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো
- শিল্পীঃ কণিকা বন্দ্যোপাধ্যায়
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ দিনেন্দ্রনাথ ঠাকুর
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ Sanjoy Acharjya
- যোগ হয়েছেঃ
তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো–
ফুলের গন্ধে বাঁশির গানে, মর্মরমুখরিত পবনে।।
তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে–
যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে।।