ফাগুনের নবীন আনন্দে
- শিল্পীঃ দেবব্রত বিশ্বাস
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ শৈলজারঞ্জন মজুমদার
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ Sanjoy Acharjya
- যোগ হয়েছেঃ
ফাগুনের নবীন আনন্দে
গানখানি গাঁথিলাম ছন্দে॥
দিল তারে বনবীথি কোকিলের কলগীতি,
ভরি দিল বকুলের গন্ধে॥
মাধবীর মধুময় মন্ত্র
রঙে রঙে রাঙালো দিগন্ত।
বাণী মম নিল তুলি পলাশের কলিগুলি,
বেঁধে দিল তব মণিবন্ধে॥
রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬
রচনাস্থান: আগরতলা