এ যে মোর আবরণ
- শিল্পীঃ শিবানী ব্রহ্মচারী
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ রবীন্দ্র সংগীত
- যোগ করেছেনঃ Sanjoy Acharjya
- যোগ হয়েছেঃ
এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবায় উড়ে চলে যায়
তুমি কর যদি মন।।
যদি পড়ে থাকি ভূমে
ধূলার ধরণী চুমে,
তুমি তারি লাগি দ্বারে রবে জাগি
এ কেমন তব পণ।।
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরে এসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব’লে–
ছুটে এসে দ্বারে করি আপনারে
চরণে সমর্পণ।।