এক ফোঁটা বিষ আজ
- শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
- যোগ করেছেনঃ মুসাফির
- যোগ হয়েছেঃ
এক ফোঁটা বিষ আজ আমার
তিয়াস প্রিয়া মেটাবে
শুধু কথা দাও কথা দাও
তারপর তুমি একবার দেখে যাও।।
হাজার ফুলে ভরা ধরনীতে ধরলাম
এখন আমার আর নেই যে কোন দাম।
এই তো রীতি, এই তো রীতি
আমি বিনা তুমি সুখের সাগরে ভেসে বেড়াবে।।
না হয় আমি ধরো এভাবে মরলাম
সকল মায়া ছেড়ে বিদায় নিলাম।
এই তো খেলা, এই তো খেলা
অনেক চাওয়াই জানি যায় না পাওয়া চাই যেভাবে।।